প্রকাশিত: Fri, Jan 19, 2024 9:58 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:24 PM

[১]স্বৈরাচার সরকারের সকল অস্ত্র গুলিকে আন্দোলন করে পরাভূত করব: মঈন খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আপনাদের প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে হবে। তবেই আমাদের মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠাতার সংগ্রাম সহজ নয়। এ জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।

[৩] তিনি বলেন, সরকার গুলি করবে। কিন্তু আমাদের বুকে বল আছে। এই সংগ্রামের শেষ পর্যন্ত আমরা দেখে নিবো, ইনশাআল্লাহ। আর এখন কথা বলা সময় নেই। এখন কাজের সময়। জনগণের শক্তি দিয়ে বর্তমান বাকশাল-২ সরকারের বন্দুক, বুলেট, গ্রেনেড, টিয়ারগ্যাস এবং জলকামানের শক্তিসহ সব শক্তিকে আমরা পরাভূত করবো। এই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা।

[৪] বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন মঈন খান।

[৫] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে গণতন্ত্রের শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে মৃত। আজকে আমরা এই শপথ গ্রহণ করবো, আওয়ামী লীগ যে গণতন্ত্রকে হত্যা করেছে, সেই গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করবো, ইনশাআল্লাহ।

 [৬] আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, জয়নুল আবেদীন ফারুক, তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমূখ। সম্পাদনা : কামরুজ্জামান